Gaaner Nodi Poem by Malay Roychoudhury

Gaaner Nodi

গানের নদী
- - - - -
হ্যাঁ, ঠিক দেখছি কি, হ্যাঁ ওইখান থেকে
নদী বাঁক নিয়েছিল তোর গান শুনে
অবন্তিকা, তোর কন্ঠস্বরে বনাঞ্চল
রুপোলি লেজার-আলো মেখে পাগলের
নিঃশ্বাসে ওগরানো সমুদ্রের ঢেউ
ডেকে নিয়ে গিয়েছিল অজস্র মানুষ
যারা তোর গান শুনে বেঁচে থাকবার
পাচ্ছিল উদ্দেশ্য খুঁজে! কী করলি তুই?
পট-হ্যাশ-কোক-অ্যামফিটেমাইনের
ব্ল্যাকহোলে নদীটাকে নিয়ে চলে গেলি- -

কেন গেয়েচিলি তবে 'ভালোবেসে যাবো
তোমাদের চিরকাআআআআআআআআল...

চিরকাল এত ছোটো? এতটুকুখানি?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success