কোকিলের প্রতি Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

কোকিলের প্রতি

তুমি দুর্দম বায়ু মাঝে, তুমি শান
অরূঢ় ণিণাদে বাজাও তুমি দশদিক;
তাই নির্ভয় ভবনে তুমি দশরথ,
যাহা যুযুৎসু, নিরবতার প্রতি নির্ভিক
তাই তুমি সুন্দর, প্রকৃতির অপরূপ দান।
তুমি চির বসন্তের মাস্তুল কায়া
ছিন্ন পালে যাহার সাধ মেটে না তবু
তাইতো তুমি পার হলে অজেয় পথ
তুমি কথিত অমৃত সুর, তুমি হবু-
যে টেনে নিতে পারে স্বর্গের কালো ছায়া,
এবং নতুন করে সেজে ওঠে ফুল
এ জীবন মাঝে, - ভাঙা হাড় সাজে
তবু; কারন, মৃত্যু অলিপ্ত তোমা আখিঁ
তাই মানব কুল মাঝে তোমা নাম বাঁজে,
যেন অকন্টক; যেন তা মানবতার দুল
তুমি শরতে লুকায়িত, বসন্তে প্রকট
সু-মধুর সুরে বাজাও হৃদ বাণী
তোমা দান সদা মোদের দেয় না ফাঁকি
তাই তুমি এ দেশে বসন্তের রাণী
যাহার তান বীণা সম ও আমি শুনি অকপট।



লেখা হয়েছে:
ইং-06/07/2020

কোকিলের প্রতি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success