প্রদীপের বক্তব্য Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

প্রদীপের বক্তব্য

ঘোর আঁধার মাঝে এক প্রদীপ অখিল সম
নিরীক্ষে আপনারে, কহে- - দাও শিখা মোরে
আমি শত প্রদীপ মাঝে নই যদিও সর্বোত্তম
আমি দিব প্রাণ, দিব আশা, জীবনে বাঁচার গাণ
আমি বিশ্বজুড়িয়া ছড়াইব আলো
আমি জগৎ হইতে হাজারো ভ্রমের করিব পরিত্রাণ ।
ওগো, চলার মাঝে পথ হারাইলে
দুর্গম এই জীবন মাঝে বুঝিও আমার স্থান
আমি দিব দিশা, ঢালিব রঙ পথ তলে ।
যার ডরে লুকাও মোরে নয় শত্রু মম
আমি যে তাহারে বাধি মোর বক্ষে
আমি যে তাহারে বাসিয়াছি ভালো মোর শিখা সম
তবুও চলিও তুমি আপন কক্ষে ।







[Published in his self-published book 'Sobinoy',2018]

প্রদীপের বক্তব্য
Saturday, November 15, 2014
Topic(s) of this poem: light
COMMENTS OF THE POEM
Prabir Gayen 21 February 2019

Beautifully rhymed and good thought....thanks

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success