রাজার বিয়ে Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

রাজার বিয়ে

চটর মটর, চটর মটর
রাজা খেলেন আলুসিদ্ধ
রাতের বেলা ব্যথায় জঠর
বিছানায় হলেন বিদ্ধ
রাত পোহালো, সকাল হল
হাটতে গিয়ে পা পিছল


'বা বা বা, এল দারুন খবর'
রাজার হল বেজায় আনন্দ
'হব তাহলে আমি বর
তাতে নেই আমার ধন্দ'
ঘটক মশাই এসে বলল-
'এবার আমি করছিনা ছল
দারুন গায়ের দারুন মেয়ে
দেখ একবার, বুঝ একবার
চিত্র ভিতর তোমায় চেয়ে
তবে, এবার খুল মনদ্বার
বিয়ে হবে এ মাসেতেই
সে হবে তোমার বউ'

রাজা বলেন, 'আর দেরি নয়
পেটের জ্বালা গেল জুড়ে
রথ আনো যেথা তা রয়
আমি আনব তাকে কেড়ে
বিয়ে হবে আজ রাতে
তা হবে অবশ্যি চড়ুই ভাতে'।

রাজার বিয়ে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success