অনণ্যা Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

অনণ্যা

যা হারিয়ে যায়, তা তো আর ফিরে আসে না
আমার তো এমনটাই মনে হয়,
তবু এক দশকের গ্লানি নিয়ে বেঁচে ছিলাম আমি;
জীবনের আড়ম্বর ও মাস্তুল সরেছিল বহুদূরে
ব্যথাভরা জীবনে দিন কাটিয়েছি আমি
হারিয়েছিলাম কয়েক আপনজন
হারিয়েছিলাম জীবনের রঙীন, তাজা স্মৃতি
কিন্তু, আজ আমি তা নই
আজ আমি দীপ্ত, শিখাভূম লোকমাঝে
কিন্তু তাতে কি যায় আসে!
আজ তো আমি উদ্বেগের সীমা ছাড়িয়ে বোমকেশী,
কথায় আছে না- কিছু হারালে কিছু পাওয়া যায়
এবং একইভাবে কিছু পেলে কিছু হারাতে হয়
তেমনি!
আজ আমার সবকিছু আছে।
এইতো গত মাসেই পিসোমসাই দিয়েছিল
একটি লাল শাড়ি,
ও, কি সুন্দর ছিল সেটি!
এইতো গেল বছরের প্রথমে মা কিনে দিয়েছিল
এক জোড়া ঘুঙুর,
কি মজাই না হয়েছিল তখন,
আজ আমি নির্বিকার সুরে কথা বলি
আজ আমি নাচি গানের তালে তালে;
পাড়ার পড়শিরা আমায় বলে নীলকন্ঠি
কেউ বা বলে প্রীয়দর্শিনী;
এই গেল মাসে আমি ছিলাম উৎকন্ঠি,
কিন্তু কেন জানো?
- কারন, আজ আমি বিভোর
সর্বদা সত্যের পূজারী,
আজ আমি নাচি পাড়ার মঞ্চে
দূর্গা পূজার সেই নবমীর দিনে,
সমস্ত বাধা সরিয়ে আমি আনন্দময়ী
আমি কল্লোল, আমি দিকপ্রান্তমুখী,
আমি অটুট শিলা, আমি নির্ভিক প্রদর্শীনি
তাই আমি উদ্বেল হয়ে নাচি-
যেন, উলঙ্গ বাতাস মাঝে আমি মাতঙ্গিণী।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success