ছায়া সঙ্গী (True Friend) Poem by Dipankar Sadhukhan

ছায়া সঙ্গী (True Friend)

Rating: 5.0

কি যেন একটা অদ্ভুত কিছু
কাজ করে আমার মধ্যে অহরহ।
কখনও পারি না তাকে এড়িয়ে যেতে।
বিকালের পড়ন্ত বেলার ছায়ার মতো
পিছু ছাড়ে না সে আমার কখনো।

গ্রীষ্মের নির্জন দুপুরে,
শীতের নিরিবিলি সন্ধ্যায়,
শরতের শিশিরে ভেজা ভোরে,
বসন্তের সৌরভে স্নাত বিকালে
সর্বদা কথা বলে শব্দহীন শব্দে।

সকালে, বিকালে, সন্ধ্যায়, নিশীথে -
প্রতিটি মুহূর্তে আমি তাকে খুঁজি।
চোখের আয়নাতে কখনও দেয় না ধরা।
তবে সর্বদা অনুভব করি তার উজ্জ্বল উপস্থিতি
মনের আঙিনায় ও হৃদয়ের কুঠিরে।

গ্রীষ্মের প্রখর তাপে, শীতের কনকনে ঠান্ডায়,
আমাকে রক্ষা করে আমার এই ছায়া সঙ্গী।
অমাবস্যার রাতে আমার হৃদয় আকাশে
পূর্ণিমার চাঁদ হয়ে কিরণ দেয় আর বলে,
'ঘুমিও না, কিছু কর; আমি আছি তোমার সাথে'।

সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, মধ্য রাতে জেগে থাকে।
আমাকেও জাগিয়ে রাখে আমার এই ছায়া সঙ্গী।
স্বপ্নের আকাশ হয়ে হাত ছানি দিয়ে বলে,
'সৃষ্টিই তোমার আসল কর্ম'।
তারপর আমি ভাসি সৃষ্টির আনন্দে।

©Dipankar Sadhukhan
Kolkata, India.
19th August,2016.

This is a translation of the poem True Friend by Dipankar Sadhukhan
Friday, October 14, 2016
Topic(s) of this poem: friend,soul
POET'S NOTES ABOUT THE POEM
Translated in my mother tongue, Bengali.
COMMENTS OF THE POEM
Close
Error Success