This is Atoar Hossan, simple in living. Lives in Dhaka, Bangladesh. Works at a television named Rtv as a Broadcast Journalist.Doesn't write to be a poet, but writes.
স্বপ্নকে আটকাও
তাকে দিও না মরতে।
জীবন ডানা-ভাঙ্গা পাখি
জানে না সে তো উড়তে।
...
আমাকে ধারণ করো পেটে,
তাবৎ পৃথিবী পায়ে হেঁটে
আলো আঁধারের উপকূল,
আবার জন্মাবো মহাভুল।
...
একটাই ফুল; ঘুরে-ফিরে গাঁথি মালা-
মালার লকেট
একটাই জামা; ঘুরে-ফিরে হাতরাই-
জামার পকেট
...
আজ সেই কবিতার হলুদ সন্ধ্যা,
পূর্ণিমা আসন্ন;
হন্য জীবনে তার হবে সমাপন।
কোথাকার এক রাজার কুমার এসে
...