মহানবীর আগমন Poem by ABU SAYEM

মহানবীর আগমন

আরব যখন জাহেলিয়াত
সবার পথই ভুল,
আলোর প্রদিপ নিয়ে এলো
মোহাম্মদ রাসুল।
কেউবা বলে পরশ পাথর
কেউবা বলে ফুল,
নরপিশাচ ছিল যারা
তাদের অহিনুকুল।
অহোরাত্র মিশন তাহার
চলল বিজয় বেসে,
লাত্ মানাত আর ওজ্জা
ধুলিসাত্‍ এক নিমিশে।
নারীজাতিকে ভাবতো সবে
সকল পাপের মুল,
ভেঙ্গে দিলেন রাসুল তাদের
আকাশ সম এ ভুল।
ক্ষুদার্ত অণ্ল পেলো
পিপাসার্ত পানি,
মানব পেলো সুপথ আর
লা-ইলাহার বাণী।
শিখলো সবে গাইতে তখন
আল্লাহ্ নামের গান,
তনুমনে তুললো তুলব
তুর্য তাল ও তান।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success