এই দেশ এই মাটি Poem by Nazmul Hoque

এই দেশ এই মাটি

এই দেশ এই মাটি জননী আমার /জীবনে তার আলো বায়ুতে, আর শেষে /মির্তু নামক এক অদ্ভূত বেশে /হৃতপিণ্ডের যন্ত্রনায় যবে আধার /হবে -এই জীবন -মিশে যাবে তাহার -/মাটিতে গোজনু প্রণয়ী সবুজ ঘাসে, /বায়ুতে শেষ নিঃশ্বাসে এক নিমেষে -/ছলে যাবো কোনো দিন ফিরব না আর! /তবু এ দেশ কে আরো বেশ ভালবেসে, /মহাপ্রলয় পর্যন্ত তার ই মাটিতে -/মির্তুতে ও অমর হয়ে তাকবো মিশে /আমার এই দেশ এই মাটির সাতে! /এই দেশ এই মাটি জীবনে মরণে /আমার হয়ে তাকবে আমারই মনেএই দেশ এই মাটি জননী আমার /জীবনে তার আলো বায়ুতে, আর শেষে /মির্তু নামক এক অদ্ভূত বেশে /হৃতপিণ্ডের যন্ত্রনায় যবে আধার /হবে -এই জীবন -মিশে যাবে তাহার -/মাটিতে গোজনু প্রণয়ী সবুজ ঘাসে, /বায়ুতে শেষ নিঃশ্বাসে এক নিমেষে -/ছলে যাবো কোনো দিন ফিরব না আর! /তবু এ দেশ কে আরো বেশ ভালবেসে, /মহাপ্রলয় পর্যন্ত তার ই মাটিতে -/মির্তুতে ও অমর হয়ে তাকবো মিশে /আমার এই দেশ এই মাটির সাতে! /এই দেশ এই মাটি জীবনে মরণে /আমার হয়ে তাকবে আমারই মনে!

Sunday, May 29, 2016
Topic(s) of this poem: patriotic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success