প্রতিভার জ্বালা Poem by Nazmul Hoque

প্রতিভার জ্বালা

সৃষ্টির এ অযোগ্য প্রতিবার জ্বালায় /সারা রাত শুধু অসয্য দীর্ঘনিঃশ্বাসে /নতুন কিছু সৃষ্টির করুণ উল্লাসে /নিদ্রা আসে না চোখে শিল্পের সাধনায় /ভাবি সুদূ নতুন নতুন ভূমিকায় /গল্প কবিতা আর কাহিনী উপন্যাসে -/মায়াবিনী সাহিত্য শিল্পকে ভালবেসে /স্থান খুজি ভবিষ্যত যোগের ছায়ায়! /কিন্তু জানিনা অনাগত ইতিহাসে /আমার বিনিদ্র রাতের এসব স্মৃতি /তারকা হবে কী অমরত্মের আকাশে -/পাব কী আমি মানুষের প্রণয় প্রীতি, /নাকি মানুষ আমাকে অবহেলা ভরে /চেপে রাকবে সৃষ্টি আমারই কবরে!

Sunday, May 29, 2016
Topic(s) of this poem: sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success