চর বামনহাঁটা Poem by LOUHOJONG mora nodi

চর বামনহাঁটা

চর বামনহাঁটা তার নাম
বন্যা বর্ষার দ্বীপ
ছোট্ট এ গ্রাম
তিনটি বাড়ীতে
তিনজন আবাদি মানুষ
শক্ত করে চাষে
কাঠের লাঙ্গল
তিল তিসী কাউনেতে
আছে মঙ্গল
একবার নদী ভেঙ্গে
ওপাড়েতে যায়
ওপাড় ভেঙ্গে গেলে
এ পাড়ে ধায়
অল্প পড়ালেখা
শক্ত শাসন
কষ্টের ধান পাট
করতো বপন
(নদী কষ্টের
নদীই সব)
তিলের গন্ধে
ভরে গেলে মন
মাস মুশুরে করে অবগাহন
ধুমচা বুনিলে
খরি হয় তাতে
পাটের বোঝা তারা
নিতো মাথা পেতে
কত দেখেছি আমি
কত দিন ক্ষণ
৯০ দশকে ওরা
গেলো তিন জন
ইরি বিঁড়ি
গরু নেই
কলের লাঙ্গল
শক্তিহীন
রক্তহীন
উচ্চ রক্ত দানা
কিনে আনো খান দুই
ব্রয়লার ছানা! !


এগুনা খামুনা
বিষাক্ত খানা

Sunday, April 30, 2017
Topic(s) of this poem: old memory,value,village
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
LOUHOJONG mora nodi

LOUHOJONG mora nodi

betua-bhuapur-Tangail-BANGLADESH
Close
Error Success