হরিণের মতন চলন তোমার!
নদীর মতন বাঁক সর্ব অঙ্গে!
নিতম্বের পরতে পরতে সৌন্দর্য ঠিকরে পড়ে,
পূর্ণিমা রাতে জোছনার মেলার মতন!
সুগঠিত স্তন জাগায় নেশা হেরোইনের মতন!
মনে জাগে তোমার মেঘের মত শুভ্র উরুতে বিচরণের সাধ!
তোমার রক্তের মত লাল ঠোঁট আমায় চুম্বকের মতন টানে!
মিশকালো অমাবস্যার মত কালো চুল ঝরনার মতন লাগে।
তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে সশস্র শতাব্দী হবে পার!
ভাবতেই ভালো লাগে, গর্বে বুকটি যায় ভরে, কারণ তুমি আমার!
- অন্ত্যমিলহীন দশপদী কবিতা [Unrhymed Poetenry: Poems of Ten Lines]
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem