গেরুয়া সন্ত্রাস Poem by MAHMUD HASSAN

গেরুয়া সন্ত্রাস

গেরুয়া সন্ত্রাস
- - - - - - - - - - - - - - - - - -

শান্ত জল করা হয়েছে ঘোলা
মুক্তো বাতাস হয়েছে আজ দূষিত।
শুধুমাত্র একটা খোলা স্বীকারোক্তি
যা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন ।
হাজির করেছেন তত্ত্ব হিন্দুত্ব সন্ত্রাসের
যথেষ্ট সাহসের সাথে ঘূম ভাঙিয়েছেন সিংহের ।
শুকনো গাছ থেকে ঝড়ে পড়া পাতার মতো
অথবা জমিনে পতিত বৃষ্টির ফোটার মতো
সমালোচনার ঝড় আছড়ে পড়েছে তার উপর,
সোজাসুজি অথবা বাঁকিয়ে, দেশের প্রতিটি কোনা থেকে ।

হিন্দুত্ববাদী নেতারা রাগে গজগজ করছে
তারা আহত সিংহের মতো গর্জন করছে ।
মোহন ভাগবত অথবা প্রবীণ টোগাড়ীয়া
সবাই একই গোয়ালের, কর্মী একই বাহিনীর ।
মুসলিম বিরোধিতা তাদের প্রধান নীতি
অতি জাতীয়তাবাদ তো শুধুই লোক দেখানো,
তারা প্রতিষ্ঠা কড়তে চাই ‘মনু নির্দেশিত রামরাজ্য’ ।
প্রতিটি বোমা বিস্ফোরণের পড়ে
পরিকল্পিত ভাবে মুসলিমরাই হই দোষী ।
অস্তিত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের
লক্ষ্য শুধুই মুসলমানদের ফাঁসানো ।
তথাকথিত ইন্ডিয়ান মুজাহিদিন এগিয়ে এসে
প্রতিটি বিস্ফোরণের দায়িত্ব নেই অবশেষে ।
বিস্ফোরণের পড়ে ই-মেল পাঠিয়ে
জিহাদ ও প্রতিশোধের দাবী জানিয়ে
সারা দেশব্যাপী ঘ্রিনা ও আক্রোশ ছড়াই ।

অনেক নিরপরাধ মুসলিম যুবককে
দেশের বিভিন্ন কোন থেকে তুলে
নির্মমভাবে শাস্তি দেওয়া হয়েছে
বছরের পর বছর ধরে,
শুধুমাত্র মুসলিম সম্প্রদায় থেকে বলে ।
কেউ কি কখনো ভেবে দেখেছে
কি অবস্থায় তারা দিন কাটিয়েছে, এখনো কাটাচ্ছে?
জেলের ভিতর অথবা জেলের বাইরে
কি অবস্থা এখন ‘সন্দেহভাজন সন্ত্রাসীদের’?
ব্যক্তিগত ভাবে তাদের ভবিষ্যৎ হয়েছে নষ্ট
বাকিরা ভয়ে দিন কাটাই হয়ে ভীতসন্ত্রস্ত ।

যদিও অবস্থা ধীরে ধীরে বদলাচ্ছে
তথাকথিত অপরাধীরা মুক্তি পাচ্ছে,
আসল সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে,
হ্যা সবাই এমনকি মুল পাণ্ডাও হিন্দুত্তবাদি দলের ।

কিন্তু আমি অনুরোধ করবো দেশের কর্তৃপক্ষকে
থামলে চলবেনা শুধুমাত্র উদ্ধৃতি দিয়ে,
এগিয়ে যাও সুত্র ধরে, সাহস দেখিয়ে
উপড়ে ফেলো গোঁড়া থেকে দীর্ঘ-পরিকল্পিত চক্রান্তকে,
প্রমান কর নিরপেক্ষতার, দেশকে তাদের হাত থেকে বাঁচিয়ে ।
- মাহমুদ হাসান

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
MAHMUD HASSAN

MAHMUD HASSAN

Murshidabad
Close
Error Success