যদি তুমি চাও Poem by Rahul Shil

যদি তুমি চাও

যদি তুমি চাও, , , ,
আমি ভিজতে রাজি আছি
তুমার বৃষ্টিহীন বর্ষায়।
আমি যেতে রাজি আছি
তুমার প্রবাহমান সেই উদাসিন
মন মাতানো স্নিগ্ধতায়।
যদি তুমি চাও, , , ,
আমি হারাতে রাজি আছি
তুমার সেই সতরঙ্গিন জ্যোস্নায়।
আমি ভাসতে রাজি আছি
তুমার সেই উন্মত্ততা মিলানো প্রবাহে।
আমি মরতে রাজি আছি
আমাদের মিলনের সেই অন্তিম পর্বে।
হ্যাঁ
যদি তুমিও যেতে চাও
তবে আমিও যেতে  চাই তোমার সঙ্গে।
চলো আজ তুমি আর আমি
মিলে যাই সেই দিগন্তে।
হাতে হাত রেখে ছুটে যাই স্বপ্নময় সেই মায়াবি পৃথিবীতে।
ভিজে যাই ভালোবাসার বর্ষনে।
চলো আজ সবকিছু এক করে
মিশে যাই সেই নাম না জানা সমুদ্রে।

Monday, February 19, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success