মা এর দুঃখের কথা Poem by Bikash Santra

মা এর দুঃখের কথা

এই পৃথিবীর সূর্যের আলো
তুমি দেখিয়েছিলে যারে,
ছোটোবেলায় চোখের আড়াল
করতো না সে তোমারে।
অনেক আদরে আঁচলের তলে
বড়ো করেছো যে সন্তানকে,
কখনো ভেবেছিলে বড়ো হয়ে
সে দেখবে না তোমাকে?
কষ্ট করে পড়াশোনা শিখিয়ে
তারে মানুষ করলে তুমি,
সেই সন্তান বড়ো হয়ে বলে
তোমার থেকে সুখ হলো দামি।
যে সন্তান মা এর ভাগ কখনো
দিতে চাইতোনা কাউকে,
সে আজ অনেক বড়ো তাই
ভাগ করতে চায় তার মা-কে।
নোংরা এই সমাজ ও মানুষ
আজ চিৎকার করে বলবো,
কষ্ট যখন দেবেগো আমায়
শুধু 'মা মা 'বলে ডাকবো।
(একজন মা যদি দু'জন সন্তানকে বড়ো করতে পারে, নিজের সংসার কে বাঁচিয়ে রাখতে পারে, তবে তোমরা দু'জনে একটা মা-এর দায়িত্ব নিতে পারবেনা?)

মা এর দুঃখের কথা
Wednesday, June 13, 2018
Topic(s) of this poem: mother and child
COMMENTS OF THE POEM
arun biswas 15 June 2018

MAA hi mera dunia hai.Love u Maa

0 0 Reply
sakshi roy 15 June 2018

I Love u Maa. very good poem.

0 0 Reply
Bikash Santra 15 June 2018

I Love u MAA.I love u very much.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success