নিজে বাঁচুন ও অপরকে বাঁচান Poem by Bikash Santra

নিজে বাঁচুন ও অপরকে বাঁচান

বন্ধু, আমাদের বাঁচতে দাও
মেরো না অবহেলায়,
তোমার মতই জীবন আমার
তাই বাঁচতে দাও আমায়।
অনেক কষ্টে যুদ্ধ করে
এলাম এই পৃথিবীতে,
এভাবে আমাদের না মেরে
দাও না একটু বাঁচতে।
আমরাও যখন বড়ো হবো
সেবা করবো গো তোমার,
তাই বন্ধু আজ আমাদের
বেঁচে থাকা খুব দরকার।
(একটি গাছ যেমন অক্সিজেন, খাবার ও শীতল ছায়া আমাদের দেয়, তেমনি একটি মেয়ে বড়ো হয়ে ভবিষ্যতের জন্য সন্তান দিয়ে মানুষের অস্তিত্ব-কে বাঁচিয়ে
রেখেছে।তাই আজ দুটি কথা বলবো-
(1) - গাছ লাগান, প্রান বাঁচান।
(2) -কন্যা সন্তান ও নারীদের বাঁচতে সাহায্য করুন।)

নিজে বাঁচুন ও অপরকে বাঁচান
Thursday, June 21, 2018
Topic(s) of this poem: saving
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success