বাংলা প্রিয়তম Poem by zahin siddiqi

বাংলা প্রিয়তম

আমি বাংলাকে দেখি নিজের মতো
দেখি মনের চোখে।
ভালবাসি সবুজ তাই
ভালবাসি বাংলাকে,
আমার স্বদেশ, আমার মাতৃভূমি।
হৃদয়ে তার শতবর্ষের রক্তক্ষরণ
আবরন পুড়ে ছাই হয়েছে বহুবার।
বাংলা আমার মা
তাই তারে ছাড়িতে চাহিয়াও
ছাড়িতে পারিনা।
জীবনানন্দের শঙ্খচিল, ঘাসফুল
পৃথিবীর পথে খোঁজে ফেরা বনলতা, ছোট্ট সবুজ বাংলা আমার
হাজার স্বপ্নঘেরা।
বাংলা সরলা, বাংলা অবলা
বাংলা আমার পৃথিবীর বুকে
অবাক বিশ্ময়, মমতাময়ী।
বাংলা বর্ষে, বাংলা গর্জে
বাংলা রিক্ত হয়, সিক্ত হয়,
চঁকিতে দাঁড়ায় শক্ত পদে
বাংলা দূর্বার, বাংলা দূর্জয়।
বাংলা আমার প্রানের স্পন্দন
বাংলা অনির্বান,
বাংলাকে আমি দেখি যতবার
মন বলে এমন দেখিনিতো আর।
শ্যামল ছায়া বাংলার পথে
বাংলার নদী, সবুজ মাঠে
সোনালী ফসল, সোনামাখা রোদ
মন মোহিনী শোভন জগৎ।
এমন সুন্দর পাখিডাকা দিন
স্নিগ্ধ কোমল নির্মল বায়ু,
শুভ্র সকাল, অপরুপ দিগন্ত
ভালবাসি তারে বাংলা প্রিয়তম।

বাংলা প্রিয়তম
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success