পথ চেয়ে রই Poem by Rahul Shil

পথ চেয়ে রই

ভুলেও ভুলতে পারিনা সই
তোমার জন্যেই প্রহরী হয়ে রই।
জানা আছে মিথ্যে স্বপ্ন
তবুও তারে করেছি যত্ন।

জীবন আমার বেদনা ভরা,
হয়ে আছি ছন্নছাড়া।
প্রতীক্ষায় থাকি সেদিনের জন্য
হবে হয়তো সেদিন পূর্ন।

তিমিতে আবদ্ধ আমার জীবন,
প্রদীপ নিয়ে আসবে যখন,
আলোকিত হবে জীবন তখন।
শক্ত করবো সকল বন্ধন।

জানি সেদিন আসবে সই
তাইতো আজো পথ চেয়ে রই।

Monday, March 25, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success