সৃষ্টি Poem by SANDIP GOSWAMI

সৃষ্টি

Rating: 5.0

সৃষ্টি
সন্দীপ গোস্বামী

আগুনের সম্বোধনে যে বিশ্বাস
তার থেকে আরও আত্মিক স্পৃষ্টধ্বনি
পর্বত সিংহাসনে অবিচল বিচরণ
গঙ্গার পলিতে আঁকা অজন্তার ইতিকথা
হেসে ওঠে সবুজ সকাল

অজস্র স্ফুলিঙ্গ এগিয়ে আসে
সাদা ঠোঁটে সভ্যতা শাসনের মতবাদ
এগিয়ে চলে মৃত্তিকার স্পর্শাপ্লুত মাধ্যাকর্ষণে
অনন্ত মাত্রার হেয়ালি অন্তরঙ্গতায়
মহাপদ্মে জেগে ওঠে অর্চিস্মান

দীর্ঘপ্রতীক্ষার দ্বিশতআশির লৌকিকতায়
জলরাজ্যের যুবরাজ পা রাখে রক্তাক্ত বর্তমানে
একটু এগিয়ে মূর্ত সাম্রাজ্য
বিশুদ্ধ আঁধারের কৃষ্ণপথ পেরিয়ে
এলোমেলো আলোতে কেঁপে ওঠে
হৃদযন্ত্র - তারপর পেস-মেকার, বাইপাস...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SANDIP GOSWAMI

SANDIP GOSWAMI

Nabadwip, India
Close
Error Success