তুমি কি তা দেখনি? Poem by MAHMUD HASSAN

তুমি কি তা দেখনি?

কত কাকুতি মিনতি ভরা চোখ
সাহায্যের জন্য আবেদন জানাই,
জালিমের অত্যাচার থেকে বাচার তরে
হাত তুলে আল্লাহর কাছে মিনতি করে
অশ্রুসিক্ত চোখে অনিদ্রায় রাত কাটায়
তুমি কি তা দেখনি?

আজ দুনিয়ার কোনায় কোনায়
কান পাতলে শুধুই শোনা যায়,
মুসলিমদের আহাজারী, আর্তনাদ, চিৎকার
শুধুমাত্র তারা মুসলমান বলে,
শ্ত্রুরা আজ তাদের যাচ্ছে দলে।
তুমি কি তা দেখনি?

শত শত বোনের চিৎকার
শত মায়ের বুকের অলংকার
কেড়ে নেওয়া হয়েছে ক্ষমতাবলে ।
তারা আজ হচ্ছে গনধর্ষণের শিকার
ধর্ষিত, লুণ্ঠিত অবস্থা আজ মানবতার
তুমি কি তা দেখনি?

হাজারো মুসলিমের যুবকের প্রান
দেওয়া হয়েছে অকাতরে বলিদান
কসোভা, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীরে ।
এখনো অনেকে দিন কাটাচ্ছে জেলে
বিনা প্রমানে, শুধুই মুসলমান বলে
তুমি কি তা দেখনি?

তুমি কি আজও ভাববে না?
তুমি কি এখনো এগিয়ে আসবে না?
রুখে দিতে জালিমের অত্যাচারী হাত।
হ্যা, তুমি তো বীরের জাতি
আর তোমার জাতির কেউ করবে ক্ষতি
অথচ তুমি কি জাগবে না? ?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
MAHMUD HASSAN

MAHMUD HASSAN

Murshidabad
Close
Error Success