আদিম মায়ের আর্তনাদ(06/01/2026)
সৌম্যেন চট্টোপাধ্যায়
পিতৃক্রোড় থেকে ছিনিয়ে নিয়েছো আমার রাখাল জীবনের বিস্তীর্ণ আত্মার সহজ দেবত্ব। চিরস্থায়ী বিশ্বাসঘাতকতার এই মৃত্যুনগরীর এককোনে ভেসে থাকে স্মৃতির বিষাদ। গোধূলির গলিত ছায়ার ভিতর ধূসর মানুষের স্রোত নিজস্ব মাংসের পোড়া গন্ধে পৃথিবীতে নিজেদের অভিশপ্ত করে চিরকাল লোভনীয় অশেষ উত্তাপ পেতে চেয়ে নিজেকে ক্ষয়ের দিকে নিয়ে গেছে। জন্ম ও মৃত্যুর অনর্গল তরঙ্গ প্রবাহে আমাদের চেতনার প্রাণঘর— ভেঙ্গে ক্রমশ বিক্ষিপ্ত হয়ে চলে গিয়েছি সৃষ্টির অজস্র ইচ্ছার বিপরীতে। তারপর আমাদেরই রক্তক্ষরণের পিচ্ছল পলির উপর হেঁটেছি অজানা স্বর্গের পথে। এখন বিধ্বস্ত মাটির ফসলে আদিম মায়ের বিহ্বল মন্ত্রের কন্ঠস্বরে ছিন্নভিন্ন শরীরের অস্থিরতা শান্ত হয়ে অনন্ত উৎসের অবিরল প্রসারিত স্পন্দনে দেখেছে জয় পরাজয় তারই প্রশস্ত নিয়মে খেলা করে প্রসন্ন রোদ্দুরে জড়িয়ে ধরে হৃদয়ের স্নায়ু।
...
Read full text