আকস্মিক প্রেমের কবিতা Poem by Abhijit Das

আকস্মিক প্রেমের কবিতা

মৃত বরাহ, ভীষণ রাম রাজ্য, বিকলাঙ্গ ফড়িং
দাঁতের ব্যথায় কাতরানো আকাশ
-তুমি, আমি, হতাশাগ্রস্থ জম্পুই ও ভূবন ব্রু
আমার একবিংশতম প্রেমিক - ভূবন ব্রু
তার দুটো হাত ছিল, একটা মগজ আর
ডজন কতক বিড়ি ।
রান্না জানতো খুব, খেতেও পারতো ।
একদিন বুনো শুয়োর ও আমার রক্ত দিয়ে
একটা ঝোল করেছিল ---
খেয়ে ইচ্ছে করছিল নিজের পুরো দেহটাই
রান্নায় উৎসর্গ করি ।
বলেওছিলাম তাকে, সে রাজি না হয়ে
কবিতা লিখতে বসে পড়েছিল
কবিতার নাম মৃত্তিকা ---
'মাটি মানে আর কিছু নয়
মাকড়সার লালা
মাটি মানে কিছু মৃত্যু
মাটি মানে শুধু
মাকড়সারই লালা...।'
সেইসব স্মৃতি মনু নদীতে ডুবে ডুবে ভেসে আসে
আমি চেয়ে থাকি..., তারপর কেউ একজন এসে
দুচোখ ঢেকে দিয়ে বলে ---
'কে আইসি কও! '

This is a translation of the poem A Poem Of Sudden Love by Abhijit Das
Friday, January 9, 2026
Close
Error Success