Bangla Poem- 3 Poem by Sanjib Saha

Bangla Poem- 3

কবিতার খাতা



নিরন্তর বৈষম্য চলে অন্তরে বাহিরে
ঘাস পাতা আঙিনায় শিশির পড়ে না
তুমি যাও আনমনে অন্য কোনখানে
অনন্তসাগর উপচে ওঠে হৃদয় ওপারে।

একদিন চিরন্তন পাখি অনন্তসুষমায়
ভেক ধরে — পথ পায় না কোনওদিকে
কে কবে কোথায় ব্যথা নিয়ে বসে থাকে
নিজের গহনের সুখ খুঁজে খুঁজে ফিরে যায়।

অন্তর সাগর হয়ে ধরা দেয় বেলা শেষে
আমাদের কথাগুলো লুটোপুটি খায়
সেসব পিপাসা পায়ে পায়ে হেঁটে যায়
তুমি আমি অস্থির স্বপ্ন নিয়ে যায় অবশেষে।

এমন কঠিন অশান্ত এ পরবাসে
স্মৃতি নিয়ে বসি খুঁজে খুঁজে যাই
এ জন্ম শুধু শুধু পরজন্ম হয়ে যায়
অস্থির অনন্ত এ অন্তিম আবাসে।

———সঞ্জীব

Thursday, April 9, 2015
Topic(s) of this poem: liberty,life
POET'S NOTES ABOUT THE POEM
I am writing a bengali poem collection named - kobitar khata. I hope that Bengali reader will read.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success