হাতি এবং ঘোড়া [bangla Rhyme] Poem by Md. Ziaul Haque

হাতি এবং ঘোড়া [bangla Rhyme]

হাতি বলে ঘোড়াকে,
“পারবি হারাতে আমাকে? ”
ঘোড়া বলে হেসে,
আমার কাছে হেরে কাঁদবে শেষে! ”

হাতি বলে রেগে তখন, “আমার জোর বেশী তোর চেয়ে”,
ঘোড়া বলে, “ঠিক আছে, দেখি দৌড়ে কে যায় এগিয়ে? ”
চালাক হাতি বলে, “দৌড়াদৌড়ি করার দরকার কি?
গাছ উপড়ে দেখা তোর শক্তি আছে নাকি! ”

ঘোড়াও কম যায় না, “আমায় কি তুমি পাগল পেলে? ”
হাতি বলে, “কেন, কাঁদবি নাকি হেরে গেলে? ”

Thursday, June 11, 2015
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success