Banglar Trasto Neelima Poem by Malay Roychoudhury

Banglar Trasto Neelima

বাংলার ত্রস্ত্য নীলিমা
সোনালি ডানার চিল নাই আর, কাঁদেও না, এখন কেবল
সারাদিন ডিজেল আকাশ জুড়ে শকুনেরা পাক খায়
আপনার দেখা সেই সব বধুরাও নেই; তারা সব ধর্ষিত হয়ে
ধানসিড়ি নদীতীরে লাশ হয়ে আছে । উবে গেছে ব্রাহ্মধর্ম-
গাঁয়ে ও শহরে যখন তখন দাঙ্গা লেগে যায়, লাশ পড়ে থাকে ।
আমিও আপনার মতো মিশতে পারি না হায় সবায়ের সাথে
মনে হয়ে বিশ্বাস করার মতো কিছু নেই, কেউ নেই
বাংলার ত্রস্ত্য নীলিমা ছেড়েআত্মনির্বাসন আজ ভালো মনে হয়

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success