Bengali Poem.15 Poem by Sanjib Saha

Bengali Poem.15

জন্ম- প্রতিজন্ম

বৃথা সুখ বয়ে যায় জলে,
তোমার বিহঙ্গ সুখ অস্থির অনলে
উড়ে যায়, পুড়ে যায়—
এ জীবন পাহাড়ের পাশে দাঁড়ায়,
কথা কয় — এইসব দিন
প্রবহমাণ জলে সাঁতার কাটে।

আমরা অনেকদিন পর
ফিরে ফিরে আসি,
তখন অবান্তর পথপাশে পড়ে রয়।
এ জীবন চলমান,
তোমার ভালবাসার অঙ্কুর
জল- মাটি- মানুষের বুক ফুঁড়ে
মাথা তুলে সুখ ধরে
আবহমান ।

আমার অনন্ত প্রেম মেশে
তোমার গহ্বরে,
আমাদের জন্ম হয় প্রতিজন্মে।
- - - - - - - - -
© সঞ্জীব সাহা

Thursday, April 13, 2017
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success