Bengali Poem.17 Poem by Sanjib Saha

Bengali Poem.17

অনন্তযৌবনা

সময়ের মত অনন্ত,
তাকিয়ে আছো তুমি ।

তোমার যৌবন রোদের
পাখা উড়িয়ে চলেছে —
এ ব্রম্মান্ড হাজার
তারার আলো জ্বালিয়ে
তোমার বুকের তলে
কত ঢেউ তুলে যায়
কতদিন ধরে ।
একটামাত্র পৃথিবীকে
বুকে টেনে সবুজ প্রাণ দিলে,
তোমার চোখের তারায়
বসল সবুজ সুবাস,
তুমি প্রাণপণে সেই স্পন্দন
বাঁচিয়ে রেখেছ কতকাল।
এত মুখ- প্রতিবিম্ব সজীব,
বয়ে যাওয়া সমুদ্রের মত
প্রাণ ধরে ধরে —

সৃষ্টির শুরু থেকে
আমাকে অনন্তযৌবনা
করে রেখেছ অনুক্ষণ ।
- - - - - - - - -
© সঞ্জীব সাহা

Thursday, April 13, 2017
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success