Bengali Poem.18 Poem by Sanjib Saha

Bengali Poem.18

প্রতিবিম্ব



এ কোন পৃথিবী, এই দেশ আমার,
বিসদৃশ বৈভব কঠিন যৌবন ধরে
ছুঁয়ে দেয়, অপরাহ্ন অন্ধ করে —
ব্যর্থ করে প্রলম্বিত সময় বারবার!
- - - - - - - - -
© সঞ্জীব সাহা




প্রতিবিম্ব

একদিন প্রহর ছিল শুধু অস্তমিত,
সেইসব দিন— কথা, কথা শূন্য হলে
মানুষের জাগরণ, প্রাণে প্রাণ ঢেলে
সৃষ্টি হয় নতুন সৌরভ, স্তব্ধ অতীত ।
- - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

প্রতিবিম্ব



মানুষ ধ্বংস দিতে পারে, সেইসব দিন
ভুলে যেতে যেতে আজ বড়ই অস্থির,
দোদুল্যমান ভালবাসা স্তব্ধ এই নীড় —
মানুষ কি মাটি খুঁড়ে হয়ে যাবে বিলীন!
- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

প্রতিবিম্ব



এতসব প্রতিবিম্ব ফেলে কোথায় যাও এগিয়ে —
কোথায় চলেছে দিশাহীন পথ!
দৃষ্টিহীন মানুষের হাত অবিরত
তুলে ধরে মারণাস্ত্র, রক্তপাত ক্রুরতা নিয়ে ।
- - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

Thursday, April 13, 2017
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success