একদিন সব শূন্য হবে,
একদিন সব পূর্ণ হবে,
সায়াহ্ন মিশে যাবে আলোয়।
একদিন নিশীথ সূর্যের মত
ফিরে আসবে সুখ,
তুমি তাকে গ্রহণ করো,
সে অন্ধকার ছিন্ন করে
ভালোবেসে যাবে,
প্রাণ ও প্রাণের উচ্ছ্বাসে।
---------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem