ভুল করে কাছে ডাকে,
বেঁধে দেয় হাত।
নিদারুণ অপেক্ষায়
তুমি হেঁটে যাও সোমেরয়,
মুক্ত সময়ে মুক্তির আতিশয্যে,
পৃথিবীর মধ্যিখানে সমুদ্র শান্ত হয়।
বাঁধন খুলে হাতে
মানুষ হেঁটে যায় স্বাধীন সত্তায়।
--------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem