Bengali Poem.44 Poem by Sanjib Saha

Bengali Poem.44

নিরন্তর

অনেক জীবন পার হয়ে এসেছি।

সমস্ত স্বপ্ন খুঁটে খেয়ে
পথভ্রষ্ট এক সায়াহ্নে
নতজানু হয়ে বসেছি,
কে আমার আবরণ
খুলে নেবে আজ,
আমি কি শুধু শুধু
এত পথ পেরিয়ে এসেছি
অবিন্যস্ত!
আমার দুহাত ভরা
অসাম্য অস্থিরতা খুলে দাও,
নদীস্রোতে ভেসে যাক
সবটুকু ক্ষুধা
আজ — এইসময়,
কোলভরা যে আগুন
দিয়েছ হে প্রকৃতি,
তাকে চু্ম্বন করে
আর কত পথ চলা যায়,
এখন সন্ধ্যার অন্ধকার
পিছনে ফেলে
এগিয়ে যেতে চাই,
এ বাতাস তপ্ত নিশ্বাস ফেলে
যতদূর যেতে পারে,
ততদূর শুধু —

প্রজন্মে প্রশান্ত হয় প্রকৃতির ঘর
আমার যাওয়া আসা চলে নিরন্তর।
- - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

Thursday, April 13, 2017
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success