Bengali Poem.56 Poem by Sanjib Saha

Bengali Poem.56

জন্ম-প্রতিজন্ম

অনেক নিয়েছি আমি, অনেক পেয়েছি,
তবু শান্ত শান্ত নয়, ক্রুদ্ধ এইবেলা,
মানুষের গায়ে কালশিটে, এখন অবেলা।

এ জন্ম পরজন্ম হয়ে শুধুই হেঁটেছি ।
——————————
© সঞ্জীব সাহা


এখনো হাত পাতি নি, নতজানু হয়ে বসেছি,
তুমি কি অস্তমিত সূর্য হতে চাও—
তবে আগুন উত্তাপ ছোঁয়া রঙ নাও,
চৌহদ্দি ভরা সুবাস, তোমার অঙ্গ ছুঁয়েছি ।
- - - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

Thursday, April 13, 2017
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success