Bengali Poem.64 Poem by Sanjib Saha

Bengali Poem.64

নিরাশ্রয়

এমন শ্রান্ত বিকেল—
অবসন্ন চোখে তাকিয়ে থাকে।
তুমি কি ওড়াও ঐ
চকচকে সুখ!
আমি যেদিকে তাকাই,
আমার বিকেল
সাদা রোদের ব্যস্ততা নিয়ে
এগোতে চায়,
কিন্তু কে কবে
ভরা বৈশাখে তোমাকে
টেনে নেবে বুকে—

মানুষ তো আশ্রয় হারায়,
বারবার —বহুদিন।

- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

Thursday, April 13, 2017
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success