Bengali Poem- নদী Poem by Sanjib Saha

Bengali Poem- নদী

নদী

আমাদের পাড়ার সেই মেয়েটি,
যে অন্যরকমভাবে নদী ধরতে গিয়েছিল।
নদীর জল ছুঁয়ে ওর সবটুকু সত্তা হারিয়ে যাচ্ছিল।
বুকের গভীর থেকে ঝরনার মতো
চুঁইয়ে পড়ছিল প্রেম,
সেই কান্নায় হাত রেখে জন্ম-পরজন্মে
এগিয়ে চলে পৃথিবী।

এই নিরন্তর প্রবহমানতার মধ্যে মানুষের তরঙ্গ, সেই ঢেউকে বুকে তুলে নিতে নিতে,
ভালোবাসা মায়া মমতা ভরা আকাশ
গড়িয়ে পড়ে নদীতে,
আলগা বুকে পাহাড়ি পথে
খোলা মাঠে সবুজে সায়াহ্নে ।

মায়া চিকচিক করে আলোয়।

সেই রোদ ধরার জন্য যে শক্তি দরকার হয়
তা কি আছে হৃদয়ে সেই মেয়েটির।

আমরা হাত পাতি, নতজানু হয়ে বসি
ঈশ্বরের পাশে শুয়ে থাকি,
বলি, এ জন্ম সার্থক করো।
কিন্তু জন্মের সার্থকতা তো এমনি এমনি হয় না-

নদীকে বহন করতে হয় বুকে।
----------------------------------------
© সঞ্জীব সাহা

Thursday, September 30, 2021
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success