আমি জুলজি বিভাগ — দেবপ্রসাদ দত্ত (Debprasad Dutta) Poem by DEBPRASAD DUTTA

আমি জুলজি বিভাগ — দেবপ্রসাদ দত্ত (Debprasad Dutta)

Rating: 5.0

পঞ্চাশ বছর কেটে গেল—
আমি কিন্তু বদলায় নি I
আমার দেয়ালে নতুন রঙের
প্রলেপ পড়েছে মাত্র,
আমার মেঝেতে ঝকঝকে টাইলস
সামনের অঙ্গনে ফুলেরা শোভা পায়;
আর বয়স বাড়ার সাথে সাথে
আমার আয়তনও কিছুটা বেড়েছে I
***
ক্লাস-নোটস, চক আর
অধ্যাপকের নিরলস বকবক
শুরুটা থিওরি চলত এরকম I
এখন নতুনতার ছোঁয়া লেগেছে,
প্রজেক্টর থেকে রঙিন আলোর
বৃষ্টি পড়ে শ্বেত-পর্দায়
তুলে ধরে কত তথ্য-চিত্র I
সিটা, সিটাসিয়া, সিউডোপোডিয়া
ডিক্টিওষ্টেলিয়ামের জীবন চক্র I
প্রাকটিক্যাল ক্লাসের বেঞ্চগুলো
যেন আগের মতোই আছে,
ডিসেকশনের পুরোনো ট্রেতে যেন
নতুন মোম চোখ চকচক করে I
***
মৌমাছিরা এখনও চাক বাঁধে
তিনতলার কার্নিশে,
বাগানের ঘাসে ফড়িং বসে
নিজেকে উৎসর্গ করার সাহস নিয়ে;
রাত নিঝুম হয়ে গেলে
চুপি চুপি খেলা করে
মাছ, ইঁদুর, ড্রোসোফিলারা I
লাইব্রেরিতে একমনে তথ্য খোঁজে
তরুণ উৎসাহী গবেষক;
নোটিস বোর্ডের দিকে একটানা
তাকিয়ে থাকে রুপোলি আঁখিরা I
***

পঞ্চাশ বছর কেটে গেল —
আমি কিন্তু যে-কে-সেই,
তোমাদের কথা ভাবি তখন
মাঝেমাঝে একা লাগে;
তোমরা সব ছড়িয়ে গেছো
দূর দেশ দেশান্তরে I
কত বদলে গেছো
চেহেরায়, আদপ-কায়দায়,
যাক, এতদিন পড়ে এলে —
আমাকে চিনতে পেরেছো তো?
***

আমি  জুলজি বিভাগ
                             — দেবপ্রসাদ  দত্ত (Debprasad Dutta)
POET'S NOTES ABOUT THE POEM
The poem was originally published in Souvenir named 'স্মরণিকা' in occassion of Golden jubilee Zoology Department Burdwan University.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success