পঞ্চাশ বছর কেটে গেল—
আমি কিন্তু বদলায় নি I
আমার দেয়ালে নতুন রঙের
প্রলেপ পড়েছে মাত্র,
আমার মেঝেতে ঝকঝকে টাইলস
সামনের অঙ্গনে ফুলেরা শোভা পায়;
আর বয়স বাড়ার সাথে সাথে
আমার আয়তনও কিছুটা বেড়েছে I
***
ক্লাস-নোটস, চক আর
অধ্যাপকের নিরলস বকবক
শুরুটা থিওরি চলত এরকম I
এখন নতুনতার ছোঁয়া লেগেছে,
প্রজেক্টর থেকে রঙিন আলোর
বৃষ্টি পড়ে শ্বেত-পর্দায়
তুলে ধরে কত তথ্য-চিত্র I
সিটা, সিটাসিয়া, সিউডোপোডিয়া
ডিক্টিওষ্টেলিয়ামের জীবন চক্র I
প্রাকটিক্যাল ক্লাসের বেঞ্চগুলো
যেন আগের মতোই আছে,
ডিসেকশনের পুরোনো ট্রেতে যেন
নতুন মোম চোখ চকচক করে I
***
মৌমাছিরা এখনও চাক বাঁধে
তিনতলার কার্নিশে,
বাগানের ঘাসে ফড়িং বসে
নিজেকে উৎসর্গ করার সাহস নিয়ে;
রাত নিঝুম হয়ে গেলে
চুপি চুপি খেলা করে
মাছ, ইঁদুর, ড্রোসোফিলারা I
লাইব্রেরিতে একমনে তথ্য খোঁজে
তরুণ উৎসাহী গবেষক;
নোটিস বোর্ডের দিকে একটানা
তাকিয়ে থাকে রুপোলি আঁখিরা I
***
পঞ্চাশ বছর কেটে গেল —
আমি কিন্তু যে-কে-সেই,
তোমাদের কথা ভাবি তখন
মাঝেমাঝে একা লাগে;
তোমরা সব ছড়িয়ে গেছো
দূর দেশ দেশান্তরে I
কত বদলে গেছো
চেহেরায়, আদপ-কায়দায়,
যাক, এতদিন পড়ে এলে —
আমাকে চিনতে পেরেছো তো?
***
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem