লাউএর ডগায় শিশির(Laou Er Dogay Shishir)) Poem by DEW DROP

লাউএর ডগায় শিশির(Laou Er Dogay Shishir))

Rating: 5.0

লাউ এর ডগায় শিশির
CREEPER IS DEW DRENCHED

by- - শিশির ভেজা - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - -

খুব ভোরে
কাজের ছেলে,
গরম ভাতে
লাউ পাতা ভরতা
ফেনা ফেনা ভাতে
আঙ্গুল চেটে
মা যাই এখন!
ঠিক আছে!
যাও!
সাবধানে পথ চলো!
ও বাপধন!
বিকেলে লাউ এর ডগায় আবার শিশির জমছে
মা, বকুল কি ফিরে এসেছে?
না, আমি পথ চেয়ে আছি
আসবে বাপধন!
ঘরে বসে না যে
মাতৃ মন!

লাউএর ডগায় শিশির(Laou Er Dogay Shishir))
Sunday, November 13, 2016
Topic(s) of this poem: affection,mom,mother and child
COMMENTS OF THE POEM
DEW DROP

DEW DROP

Sherpur
Close
Error Success