Life (English & Bengali) Poem by SANDIP GOSWAMI

Life (English & Bengali)

I asked to my father
Baba, What is life?
He politely said to me, ' Life is Duty. '

I asked to my mother
Maa, What is life?
She said to me with smile, ' Life is Responsibility. '

I asked to my teacher
Sir, What is life?
He said to me with love, ' Life is Education. '

I asked to my spiritual master
Gurujee, What is life?
He said to me with confidence, ' Life is Devotion. '

Today my son who read in class nine
Asked me
Babai, What is life?
I have said to him, ' Dear, You are my life. '

Sandip Goswami


জীবন
সন্দীপ গোস্বামী

আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম,
বাবা, জীবন কাকে বলে?
তিনি ধীরস্বরে বলেছিলেন, কর্তব্যই জীবন ।

আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম,
মা, জীবন কাকে বলে?
তিনি মিষ্টি হেসে বলেছিলেন, দায়িত্বই জীবন ।

আমি আমার শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম,
স্যার, জীবন কাকে বলে?
তিনি আদর করে বলেছিলেন, শিক্ষাই জীবন ।

আমি আমার আধ্যাত্মিক শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম,
গুরুজী, জীবন কাকে বলে?
তিনি দৃঢ়তার সাথে বলেছিলেন, সাধনাই জীবন ।

আজ আমার নবম শ্রেণিতে পাঠরত পুত্র জিজ্ঞাসা করল,
বাবাই, জীবন কাকে বলে?
আমি ওকে বলেছি, 'বাবা, তুমি আমার জীবন ।'

Friday, March 21, 2014
Topic(s) of this poem: devotion,father,life,mother,philosophy,responsibility,spiritual,teacher
COMMENTS OF THE POEM
Rajnish Manga 19 November 2014

Freshness is evident at each step in this poem 'Life'. The Q & A keep the interest of the reader sustained till the last word 'life'. Congratulations, my dear friend, for this philosophical poem.

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success