আমি চলে গেলে- পৃথিবীর কোথাও
কোনো এক বিষণ্ণ গাঙচিল তার ওড়ার গতি
থামিয়ে নেমে আসবে জলে?
ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি
অরণ্যে কোনো এক মৃতপ্রায় পাতা?
কোথাও কি বেশ-কম হবে কিছু; আমি নেই বলে?
যদি মাঝরাতে ঘুম ভেঙে শোনো;
সচল শ্রবণযন্ত্রে- মসজিদের এলান,
শোক সংবাদ নিয়ে এসেছে মৃত্যুর ফরমান
পাশ বদল করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের?
তখনও রাত পোহায়নি সকালের বাকি আছে ঢের!
হেঁটে যেতে যেতে যদি পথে পড়ে আমার কবর,
তুমি কি দাঁড়াবে খানিক, স্মৃতি স্মরে ভেজাবে অধর?
জানি, মৃত্যুর চেয়ে ব্যস্ত জীবন
যেন ঘন বসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বন!
ব্যস্ততা ভুলে তুমি দাঁড়িয়ো সেদিন
আমাকে পৌঁছে দিও- সূরা ইয়া'সীন।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem