O Shromik! ও শ্রমিক! Poem by Saptarshi Bagchi

O Shromik! ও শ্রমিক!

ও শ্রমিক! তুমি কোথায় থাক? গ্রামে কুঁড়েঘর বাড়ী?
শহরের কোলে, বেশ গেঁথে দিলে, কত অট্টালিকার সারি ।

ও শ্রমিক! তুমি কেয়ার করোনা? বন্ধ যে বাস রেল গাড়ি
মনের সাহসে, পরিবার পাশে, হেঁটে দিলে কত ক্রোশ পাড়ি ।

ও শ্রমিক! তুমি বুঝি চাও, ছেলে মেয়ের সোনার ভবিষ্যৎ?
নর্দমা ঘেঁটে, কালো পীচ পেতে, তাই করো ঝকঝকে রাজপথ ।

ও শ্রমিক! তুমি কাপড় বোনো, ফসল ফলাও, সকাল থেকে রাত
বদলে কি জোটে? ছেঁড়া কাঁথা মোটে, আর এক বেলা ভাত ।

ও শ্রমিক! তোমার পাথর শরীর, শক্ত পেষিতে ঘামের অলঙ্কার
চুপ করে তাও, রোজ খেটে খাও, শুনে বাবুদের চিৎকার

ও শ্রমিক! তুমি কি ট্রাক, রিক্সা চালাও, কিম্বা কলের চাকা?
তোমায় ছাড়া, আজ দেশ দিশেহারা, বন্ধ ধনীর টাকা ।

ও শ্রমিক! তুমি কি চাও বলতো? কেন করো তোলপাড়?
তিন বেলা খাবার, সুখী সংসার, মানব অধিকার ।

O Shromik! ও শ্রমিক!
Monday, May 18, 2020
Topic(s) of this poem: labour,hunger,survival
POET'S NOTES ABOUT THE POEM
During Covid 19 Corona virus outbreak, Without job and salaries, Unable to pay rent and stay at rented homes in cities, migrant daily wage labourers were forced to find ways for survival. To reduce costs, Desperate to go home to village, without any public transport available at that point, migrant labourers across the nation started journey to their native places on foot, sometimes thousands of kilo meters.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success