আমাকেও সঙ্গে নাও
ঘুম ভাঙ্গা পাখির মত ।
অব্যর্থ প্রয়াসে ডানা মেলে
উড়ে যাও সহস্র সুরের মত,
শ্বাস বয়ে যায়,
খাল বিল নদী মিটিমিটি তারায়,
তাকেও সঙ্গে নাও,
কারণ এ পৃথিবী তোমার মতই
স্থির চোখে দৃষ্টি ফিরে পায়
জন্ম জন্মান্তরের প্রাণের আতিশয্যে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem