আমি তোমার দিকে তাকিয়ে থাকি,
আমি তোমার দিকে তাকিয়ে থাকি ।
এখন বিষন্ন বিকেল অন্তর খুলে
বেরিয়ে আসে,
এখন নদীর স্রোত ঘুমে ঢলে পড়ে,
তোমার বক্ষগহ্বরে
তুমি একবার তাকাও,
একবার তাকাও ওই দুটি চোখে
যেখানে নদীটা লাফালাফি করে!
----------------------
সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem