বিরহ Poem by Sanjib Saha

বিরহ

আমি তোমার দিকে তাকিয়ে থাকি,
আমি তোমার দিকে তাকিয়ে থাকি ।
এখন বিষন্ন বিকেল অন্তর খুলে
বেরিয়ে আসে,
এখন নদীর স্রোত ঘুমে ঢলে পড়ে,
তোমার বক্ষগহ্বরে
তুমি একবার তাকাও,
একবার তাকাও ওই দুটি চোখে
যেখানে নদীটা লাফালাফি করে!
----------------------
সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success