Shabuj Devkonya - - A Love Poem Poem by Malay Roychoudhury

Shabuj Devkonya - - A Love Poem

সবুজ দেবকন্যা
- - - - -
ওঃ, তুই-ই তাহলে সেই সুন্দরী দেবকন্যা
তুলুজ লত্রেক, র‌্যাঁবো, ভেরলেন, বদল্যার
ভভান গঘ, মদিগলিয়ানি আরো কে-কে
পড়েছি কৈশোরে, কোমর আঁকড়ে তোর
চলে যেত আলো আরো নেশা কড়ামিঠে
ঝলমলে বিভ্রমের মাংস-মেজাজি রঙে
বড়বেশি সাজুগুজু-করা মেয়েদের নাচে
স্পন্দনের ছাঁদ ভেঙে আলতো তুলে নিত
মোচড়ানো সংবেদন কাগজে ক্যানভাসে

অ্যামস্টারডাম শহরের ভিড়ে-ঠাসা খালপাড়ে
হাঁ করে দেখছি সারা বিশ্ব থেকে এনে-তোলা
বিশাল শোকেসে বসে বিলোচ্ছেন হাসিমুখ
প্রায়-ল্যাংটো ফরসা বাদামি কালো যুবতীরা
অন্ধকার ঘরে জ্বলছে ফিকে লাল হ্যালো
এক কিস্তি কুড়ি মিনিট মিশনারি ফুর্তির ঢঙে
পকেটে রেস্ত গুনে পুরোনো বিতর্কে ফিরি
কনটেন্ট নাকি ফর্ম কোনটা বেশি সুখদায়ী
তাছাড়া কী ভাবে আলাদা এই আবসাঁথ?

যুবতী উত্তর দ্যান: 'শুয়েই দ্যাখো না নিজে
এই একমাত্র মদ বীর্যকে সবুজ করে তোলে ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success