Stay Blessed Sunderbans ভালো থেকো সুন্দরবন Poem by Saptarshi Bagchi

Stay Blessed Sunderbans ভালো থেকো সুন্দরবন

যুগ যুগ ধরে আছো
আদিম সবুজের ভাঁজে
অগোছালো পান্না দ্বীপ
আর ডোরা কাটা সাজে
মধুময় মৌমাছি বনে
কাদা মাটি আর রোদে
ভয়ঙ্কর সুন্দরী তুমি
বনবিবির আশীর্বাদে
ডিঙ্গি নৌকা ফিরে যায়
চেনা মাটির বাড়ির বুকে
মাছ ধরা জেলেদের নিয়ে
তুমি আছো দুঃখে সুখে
ভালো থেকো সুন্দরবন ।।

Wednesday, May 20, 2020
Topic(s) of this poem: forest,human,tiger
POET'S NOTES ABOUT THE POEM
The Sundarbans is a mangrove area in the delta formed by the confluence of the Ganges, Brahmaputra and Meghna Rivers in the Bay of Bengal. It spans from the Hooghly River in India's state of West Bengal to the Baleswar River in Bangladesh.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success