fahmidul hassan Poems

Hit Title Date Added
1.
স্বীকারোক্তি

কতদিন হায় ঠেকেনি বদনে ভূত্বকের ছোয়া,
কৃত্রিম কংক্রিট আর স্টিল সভ্যতাই হচ্ছে সংগী।
যেন আটকা পরে গেছি এ নগরের গরাদের পেছনে;
আমি হয়েছি সাজাপ্রাপ্ত আসামি।
...

2.
অশেষ পথ

অন্ধকারে ছেয়ে আসছিল -
লাইট পোস্ট,
সামনে উড়ছিল একটি কাক।
কি লাভ তার আলো ঢেকে?
...

3.
অতঃপর নৈসঙ্গ

নৈসঙ্গ কী তা কি জানা আছে?
যদি নাই থাকে তবে দেখো-
দূর আকাশে ঐ তারাদের;
বিলিয়ন বিলিয়ন বছর থেকে আলো জ্বেলে-
...

4.
মানবতার স্থান

মানবতার স্থান


বাসের চাকায় পিষ্ট আজ মানবতা,
...

5.
হাজার রঙের ক্যানভাস

সাদা কালোর ছোয়াতেই থাকলাম না হয়,
দু'রঙ ই আমার দু'শ রঙ, দু'রঙ ই আমার-
হাজার রঙের ক্যানভাস।
তুলি হাতে শিল্পী প্রস্তুত, অংকিত হবে চিত্র,
...

Close
Error Success