Piku Sarkar

Piku Sarkar Poems

প্রশস্ত রাজপথে নিশুতি রাতে,
ছুটে চলেছে যান।
পথের ধারে কান্নার সুরে,
কে যেনো করছে আহ্বান।।
...

The Best Poem Of Piku Sarkar

অবৈধ

প্রশস্ত রাজপথে নিশুতি রাতে,
ছুটে চলেছে যান।
পথের ধারে কান্নার সুরে,
কে যেনো করছে আহ্বান।।
মোটরের গর্জনে আর তীব্র হর্ণে,
সে কান্না পৌঁছায়না কানে।
ঘোর আঁধারে আসছেনা গোচরে,
কি পড়ে পথের কোণে! !
সকালের আলোয় পথের ধূলোয়,
পড়ে থাকবে একটি দেহ।
আদুল গায়ে জড়ানো নেকড়ায়,
মাটি দিচ্ছে তাকে স্নেহ।।
অজ্ঞাত পরিচয় শিশুটা বোধহয়,
এসেছিলো কুমারীর কোলে।
রাতের আঁধারে তাই চুপিসারে,
ফেলে সে গেছে চলে।।
অস্বীকৃত সজ্জা অবৈধতার লজ্জা,
ঢাকলো শিশুটা প্রাণ দিয়ে।
এই বলিদান গড়ল সোপান,
সমাজ চললো এগিয়ে।।

-: পিকু: -

Piku Sarkar Comments

Piku Sarkar Popularity

Piku Sarkar Popularity

Close
Error Success