বন্ধু মানে বোধহয় Poem by Ayon Ahmed

বন্ধু মানে বোধহয়

পরস্পরের কাঁধে হাত রেখে অলিগলিতে হেঁটে চলা,
আমাদের সীমাহীন কষ্টগুলোর ভাগ বাটয়োরা ।
আড্ডার বেঁচে থাকা,
অফুরন্ত ভালোবাসা ।
বিশ্বাস নিয়ে ইটের পর ইট গেঁথে যাওয়া,
ছোট ছোট আশা ছোট ছোট ভরসা।
মনের আনাচে কানাচের লালিত স্বপ্নের বাস্তবতা,
কিছু গোপনীয়তা, কিছু দূর্বলতা ।
হতাশার উপরে সিগারেটের ধোঁয়া,
কবিতার সীমাহীন আবৃত্তির ক'টি লাইন,
অপ্রকাশিত মুক্ত গানের স্বরলিপি,
গীটার বাজিয়ে পূর্ণিমা সন্ধ্যার সুরের পৃথিবী ।
কিছু কবিতা, কিছু গান, কিছু হাসি কিছু কান্না,
আর মমত্ববোধ,
কিছু কিছু স্বপ্ন, কিছু প্রাণ
বন্ধু মানে বোধহয় একাকীত্বের অবসান ।

POET'S NOTES ABOUT THE POEM
বন্ধুর সংজ্ঞা বন্ধুত্বের পরিবেশ, বন্ধুর মন মানসিকতা এই সব উপর নির্ভর করে। আমাদের একেকজনের দৃষ্টি ভঙ্গিতে বন্ধুত্বের সংজ্ঞা একেক রকম। আমি বন্ধুত্বকে কিভাবে দেখি সেটি নিয়ে একটি কবিতা লিখেছিলাম। আমার খুব প্রিয় একটা কবিতা।
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success