তুই সখি ডাকলে Poem by Atoar Hossan

তুই সখি ডাকলে

তুই সখি ডাকলে
নাম ধরে হাঁকলে
কোন বেলা বলতো
মন বসে থাকতো?

তোর লেখা পত্র
থ্রি-পড়া ছাত্র
খুব অতিসত্বর
রোজ দিতো উত্তর।

মাঝরাতে কল্প'
ঘুম হতো অল্প,
সেই থেকে পাক্কা
প্রেম-মায়া ছাক্কা।

তুই তবু ফর্সা
এক আনা র্ভসা
রাখলি না মিত্রে
বিষ খেলি রাত্রে।

তুই যদি হাঁকতি
নাম ধ'রে ডাকতি,
এক বিষে মুক্ত;
কোন প্রভূ রুখতো?

Thursday, January 7, 2016
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success