ফেব্রুয়ারীর একুশ তারিখ Poem by ABU SAYEM

ফেব্রুয়ারীর একুশ তারিখ

ফেব্রুয়ারীর একুশ তারিখ
বাংলা মায়ের ছেলে ।
মায়ের ভাষা জয় করিতে
রক্ত দিলো ঢেলে ।
মাতৃভাষার জন্য তারা
দিলো বলে প্রান ।
বাংলা ভাষা রক্ষা পেলো
মা পেলো সম্মান ।
সালাম, বরকত, সফিক, জব্বার
রফিকরা সব নিজে ।
ঢাকার ঐ পিছঢালা পথ
রক্তে দিলো ভিজে।
তারাই মোদের বীর সেনানী
তারাই মোদের যোদ্ধা ।
জানাই তাদের হাজার সালাম
জানাই অনেক শ্রদ্ধা ।

This is a translation of the poem 21st February by ABU SAYEM
Friday, February 19, 2016
Topic(s) of this poem: language
COMMENTS OF THE POEM
Close
Error Success