শহরে বর্ষা Poem by Atoar Hossan

শহরে বর্ষা

১.
বধূবর্ষা এসেছে ঢাকায়।
তারা বিচলিত,
কাছে যায়, অথবা যায় না;
লোক-ভয়ে ভিজতে মানা।

২.
আসুক বরষা কিবা রোদ_
আমার নেইকো প্রতিরোধ,
অসুখেরও ভয়।
তবু জয় তাদেরই থাকে?
লতা-পাতা-শাকে
নিয়ত অজড় ঝ'রে যায়?
মধুবর্ষা এখনও ঢাকায়।

Monday, March 28, 2016
Topic(s) of this poem: rainy season
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success