মানুষ যা চায় তা পায় না Poem by Arun Maji

মানুষ যা চায় তা পায় না

Rating: 5.0

অনেকে অনেক কিছুই তো চায়।
কিন্তু সবাই কি তা পায়? পায় না।

আমিও তো চাই-
তোমার খোলা ছাদে, খালি গায়ে ঘুড়ি উড়াতে।
তোমার মগডালে চড়ে, বানরের নাচ দেখতে।
তোমার সর্ষে ক্ষেতে, কাদা মেখে কাবাডি খেলতে।
তোমার পাহাড়ে চড়ে, আপাদমস্তক গড়াগড়ি খেতে।
কিন্তু সবই কি আমি পাই? পাই না।

বিবেকানন্দ চেয়েছিলো-
সহস্র সিংহ শাবক- তার এই দেশে।
কিন্তু ইঁদুরের দাপানিতে দেশ, ভরে গেলো শেষে।

নেতাজি চেয়েছিলো-
বীর সন্তান, তার এই বীরাঙ্গনা দেশে।
কিন্তু কেঁচো কেন্নো ছারপোকায় দেশ, ভরে গেলো শেষে।

রবি ঠাকুর চেয়েছিলো-
প্রেম, নিষ্ঠা আর ত্যাগ- তার এই দেশে।
কিন্তু বেশ্যার শীতল শীৎকারে দেশ, ভরে গেলো শেষে।

গান্ধীজি চেয়েছিলো-
অহিংসা আর অকুতোভয়- তার এই দেশে।
কিন্তু তার টুপী পরা কুলাঙ্গারে দেশ, ভরে গেলো শেষে।

বলো, তুমিই বলো-
অনেকে অনেক কিছুই তো চায়।
কিন্তু সবাই কি তা পায়? পায় না।

আমিও তো চাই-
তোমার খরস্রোতা নদীতে, ডুব সাঁতার দিতে।
তোমার রঙিন আকাশে, সুতো কাটা ঘুড়ি হয়ে উড়তে।
তোমার গোলাপ বাগিচায়, লোভী ভ্রমর হয়ে ঘুড়তে।
তোমার হলদে উপত্যকায়, খালি গায়ে রোদ পোয়াতে।
তোমার এবড়ো থেবড়ো জলাভূভূমিতে, ইচ্ছে করে হড়কে পড়তে।
তোমার ফলের বাগানে, পা ছড়িয়ে, দাঁত বের করে, শিশু হয়ে খেলতে।
কিন্তু সবই কি আমি পাই? পাই না।

মানুষ যা চায়- তা পায় না গো;
মানুষ তা কোনদিন, কোনকালেই পায় না।

© অরুণ মাজী Arun Maji
Painting by William Adolphe Bouguereau

মানুষ যা চায় তা পায় না
Saturday, February 25, 2017
Topic(s) of this poem: love,passion,romance
COMMENTS OF THE POEM
Muslima Haque 26 January 2018

Excellent.

0 0 Reply
Parijat Mala 24 January 2018

Hmmmm, kintu kakhono kakhonoto paoata aro beshi hoye jaygo

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success